ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ১২ অক্টোবর ২০১৯

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলংকা এ দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এ দল। প্রথম দুই ম্যাচে ১-১ সমতা হওয়ায় সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠ নামবে উভয় দলই। 

শনিবার (১২ অক্টোবর) রাজধানী কলোম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। 

এর আগে প্রথম ম্যাচে লঙ্কানদের বোলিং দাপটে ১১৬ রানে আউট হয়ে যায় বাংলাদেশ। সে ম্যাচে ৭ উইকেটের বড় জয় পায় স্বাগতিকরা। 

দ্বিতীয় ম্যাচেও হারের কবলে পড়েছিল বাংলাদেশ। ভাগ্যের খেলায় ১ উইকেটের নাটকীয় জয় পায় মিঠুনরা। সে ম্যাচে লঙ্কানদের দেয়া ২২৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

শেষ পর্যন্ত সানজামুলের ব্যাটিং নৈপুণ্যে শেষ বলে ১ উইকেটে নাটকীয় জয় তুলে নেয় লাল সবুজরা। 

দুটি চারদিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে শ্রীলংকা সফরে যায় বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচ দুটিতে ভালই জবাব দিয়েছে মিঠুনরা। ফলে, সে সিরিজ ড্র হয়। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি