ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিরোপা জিতল সাকিবের বার্বাডোজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ১৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতল সাকিব আল হাসানদের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। এর আগে ২০১৪ সালে (দ্বিতীয় আসরে) এই গায়ানা আমাজনকে হারিয়েই প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল বার্বাডোজ।

এবারের আসরজুড়ে একচ্ছত্র আধিপত্য ছিলো গায়ানার। টানা ১১ জয়ের পর হারের মুখ দেখল তারা। আর এই একটি হারেই হাতছাড়া হলো শিরোপা।

রোববার ভোর রাতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোর ব্রায়েন লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গায়ানাকে রীতিমতো উড়িয়ে দিয়েই চ্যাম্পিয়ন হয়েছে সাকিবের দল। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করায় বার্বাডোজ। বিপরীতে গায়ানার ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রানে। বার্বাডোজ পায় ২৭ রানের জয়।

ফাইনালে দলের দুর্দান্ত জয়ের দিন ব্যাট-বল হাতে কিছুটা ম্লান ছিলেন সাকিব। ব্যাট হাতে পাঁচ নম্বরে নেমে আউট হয়েছেন ১৫ বলে ১৫ রান করে। বল হাতে পাননি পুরো ৪ ওভার শেষ করার সুযোগ, ২ ওভারে খরচ করেছেন ১৮টি রান।

সাকিবের নিষ্প্রভতার দিনে বার্বাডোজের হয়ে উজ্জ্বল ছিলেন জোনাথন কার্টার এবং রেয়মন রেইফার। শেষদিকে কার্টারের ২৭ বলে ৫০ রানের ইনিংসে লড়াকু পুঁজি পায় বার্বাডোজ। পরে বল হাতে মাত্র ২৪ রানে ৪ উইকেট শিকার করে গায়ানাকে থামিয়ে রাখেন রেইফার।

ঝড়ো ফিফটি হাঁকিয়ে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়ায় ফাইনালের ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন জোনাথন কার্টার। আসরের সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্বাডোজের লেগস্পিনার হেইডেন ওয়ালশ।

সিপিএলের এবারের আসরে ৬ ম্যাচ খেলে ব্যাট হাতে ১৮.৫ গড়ে ১১১ রান সংগ্রহ করেন সাকিব। বল হাতে ১৫০ রান খরচ করে মাত্র ৪ উইকেট শিকার করেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি