ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১০ জনের দল নিয়েই এস্তোনিয়াকে উড়িয়ে দিল জার্মানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ১৪ অক্টোবর ২০১৯ | আপডেট: ১২:০৪, ১৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ইউরো বাছাইয়ের ‘সি’ গ্রুপের ম্যাচে জোড়া গোল করলেন ইলকাই গিনদোয়ান। জালের দেখা পেয়েছেন টিমো ওয়ার্নারও। এতে এস্তোনিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী জার্মানি।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জিতেছে জোয়াকিম লো’র শিষ্যরা। যদিও প্রতিপক্ষের মাঠে শুরুটা ভাল হয়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

ম্যাচের ১৪তম মিনিটে প্রতিপক্ষের ফরোয়ার্ড ফ্রাঙ্ক লিভাককে ফাউল করে লাল কার্ড দেখনে এমরে কান। একজন কম নিয়ে ভুগলেও বিরতির পর ঘুরে দাঁড়ায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ছয় মিনিটের ব্যবধানে দ্ইু গোল আদায় করে নেয় অতিথিরা। ম্যাচের ৭১তম মিনিটে তৃতীয় গোলে একতরফা জয় পায় জার্মানি।

ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। অন্য ম্যাচে বেলারুশকে ২-১ গোলে হারিয়ে নেদারল্যান্ডসের পয়েন্টও ১৫। অর সাইপ্রাসকে ৫-০ গোলে উড়িয়ে মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে রাশিয়া।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি