ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রোনালদোর মাইলফলকের ম্যাচে পর্তুগালের হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ১৫ অক্টোবর ২০১৯

ইউক্রেনের উৎসবের রাতে ফিকে হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর দারুণ অসাধারণ এক কীর্তি গড়ার আনন্দ। ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। আর এমন কীর্তি ম্যাচে হেরে গেল তার দল।

সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাতে ইউরো বাছাই পর্বের ম্যাচে ইউক্রেইনের কাছে ২-১ গোলে হেরেছে পর্তুগাল।

ইউক্রেনের মাঠ কিয়েভে ম্যাচের শুরুতেই ইয়ারেমচুক গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ২৭তম মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে ইউরোপ চ্যাম্পিয়নরা। আন্দ্রি ইয়ারমোলেঙ্কো দারুন গোলে ব্যবধান বাড়ান।

বিরতির পর ম্যাচের ৭২তম মিনিটে বুলেট গতির স্পট কিকে ব্যবধান কমান রোনালদো। ‘বি’ গ্রুপের এ ম্যাচে জিতে মূল পর্বে জায়গা করে নিল ইউক্রেন। আর হেরে অপেক্ষায় থাকতে হচ্ছে পর্তুগিজদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি