ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ষষ্ঠবারের মতো গোল্ডেন বুট জিতলেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ১৭ অক্টোবর ২০১৯

ইউরোপিয়ান লিগের সর্বোচ্চ গোল স্কোরার হয়ে টানা তৃতীয়বার গোল্ডেন বুট জিতলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি৷ এই নিয়ে ষষ্ঠ ও রেকর্ড টানা তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন বার্সেলোনা অধিনায়ক৷

বুধবার বার্সেলোনায় জমকালো অনুষ্ঠানে সপরিবারে হাজির হন মেসি। সেইসঙ্গে উপস্থিত ছিলেন বার্সার সতীর্থরাও৷ সুয়ারেজ ও জোর্ডি আলবা আগাগোড়া মেসির সঙ্গে অনুষ্ঠানে হাজির ছিলেন৷

পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে হারিয়ে পুরস্কারটি ঘরে তোলেন মেসি। গেল মৌসুমে ইউরোপিয়ান ঘরোয়া লিগে ৩৬ গোল করেন বার্সা অধিনায়ক। আর ফরাসি ক্লাব পিএসজির প্রাণভোমরা করেন ৩৩ গোল।

১৯৬৭ সাল থেকে গোল্ডেন বুট পুরস্কার দেওয়া শুরু হয়৷ প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন ইউসেবিও৷ তবে মেসি সবচেয়ে বেশি ৬ বার গোল্ডেন বুট জিতেছেন৷ ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে পুরস্কারটি জিতেছিলেন মেসি। চারবার এই পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো৷ সুয়ারেজ গোল্ডেন বুট পেয়েছেন দু’বার৷


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি