ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি সৌদিতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ১৭ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৭:০১, ১৭ অক্টোবর ২০১৯

চলতি বছর আবারও মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। আগামী নভেম্বরের মাঝামঝি সময়ে মধ্যপ্রাচ্যের অন্যতম ফুটবল পৃষ্ঠপোষক দেশ সৌদিতে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে অন্যতম সেরা দল দুটি। গত ১৪ অক্টোবর ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে।
 
আগামী ১৫ নভেম্বর দেশটির রাজধানী রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে সিবিএফের অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়া এর চারদিন পর ১৯ নভেম্বর আবুধাবিতে আরেক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে তিতের শিষ্যরা।

এর আগে গত বছর জেদ্দায় অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করেছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

এরপর চলতি বছরের জুলাইতে কোপা আমেরিকার সেমিফাইনালেও মেসির দলকে ২-০ গোলে পরাজিত করেছিল নেইমাররা। 

তবে ওই টুর্নামেন্টে ব্রাজিলের পক্ষে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। যে টুর্নামেন্টের ফাইনালে পেরুর বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক ব্রাজিল।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি