ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পিঠের ব্যথায় অনিশ্চিত সাইফউদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০, ২১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

পিঠের ব্যথার কারণে আসন্ন ভারত সফরে যাওয়া হচ্ছে না জাতীয় দলের বোলিং অলরাউন্ডারের সাইফউদ্দিনের। 

রোববার জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, আমার মনে হয় না ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইফউদ্দিন খেলতে পারবে।

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক আরও বলেন, আমরা দলের ফিজিও জুলিয়ন ক্যালেফাতোর সঙ্গে কথা বলেছি। তাকে একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে। তবে আমি যা বুঝতে পারছি সাইফউদ্দিন ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারবে না।

আগামী ৩ নভেম্বর থেকে ভারতের মাঠে শুরু হবে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। এরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

আসন্ন ভারত সফর উপলক্ষ্যে সাইফউদ্দিনকে রেখেই টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। কিন্তু পুরোপুরি ফিট না থাকায় চোটক্রান্ত সাইফউদ্দিনের বিকল্প খুঁজছেন নির্বাচকরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি