ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাকিবদের ক্রিকেট বর্জনের ঘোষণা, যা বলল বিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ২১ অক্টোবর ২০১৯

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী

Ekushey Television Ltd.

পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন জাতীয় দলসহ দেশের সর্বস্তরের ক্রিকেটাররা। এসব দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট খেলা বর্জনের ঘোষণাও দিয়েছেন ক্রিকেটারদের মুখপাত্র সাকিব আল হাসান। ক্রিকেটারদের আন্দোলনের মুখে তাদের এসব দাবি আমলে নিয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিসিবি। 

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সোমবার বিকেলে বলেন, ‘আমরা বিষয়টা মিডিয়ার মাধ্যমে জেনেছি। দ্রুত আলোচনার মাধ্যমে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত দেবো।’

নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, ‘খেলোয়াড়রা বোর্ডেরই একটা অংশ। তাদের যে দাবি আছে সে বিষয়ে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেয়া হবে।’ 

এর আগে এদিন বিকেলে মিরপুরে বিসিবির একাডেমি মাঠে এক সংবাদ সম্মেলন ডেকে ওই ঘোষণা দেন সাকিব। যাতে শঙ্কায় পড়েছে আসন্ন ভারত সফর ও বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাকিব-তামিম-মুশফিক-মাহমুউল্লাহসহ সর্ব স্তরের অন্যান্য ক্রিকেটাররা।

সংবাদ সম্মেলনে নিজেদের বেতন-ভাতাসহ নানা অসংগতি নিয়ে বোর্ডের ওপর অসন্তোষ প্রকাশ করে দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। জাতীয় লিগ, ঘরোয়া লিগ, জিমের সুবিধা, বাজে আম্পায়ারিংসহ নানা ইস্যূতে ধর্মঘট করছেন তারা।

এসময় ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ ধফা দাবি উত্থাপণ করেন ক্রিকেটাররা। সম্মেলনের শেষের দিকে সাকিব বলেন, ‘যে দাবিগুলো করা হয়েছে, তা না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধ থাকবে।’

এদিকে এ আন্দোলনে নার‌ী ক্রিকেটারদেরও স্বাগত জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘অনেকটা আনসার্টেইন সময়ে এটা ডাকা হয়েছে। এ জন্য নার‌ী ক্রিকেটারদের আমরা আমন্ত্রণ জানাতে পারিনি। তবে তারা চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন।’

তবে অনূর্ধ্ব-১৯ ছাড়া বাকি সব ধরণের ক্রিকেট এর আওতায় থাকবে বলে জানান সাকিব। যাতে শঙ্কায় পড়েছে আসন্ন ভারত সফর ও বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি