ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ ফুটবল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ২১ অক্টোবর ২০১৯

সুখবর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাতার বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ বাছাইপর্বে অপেক্ষাকৃত শক্তিশালী ভারতের বিপক্ষে ড্র করায় র‌্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি হচ্ছে বাংলাদেশের। 

বর্তমানে বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৭-এ। তিন ধাপ এগিয়ে বর্তমান অবস্থান হবে ১৮৪ তে। 

এদিকে, ৮৩ ধাপ পিছিয়ে থাকা দলের সঙ্গে ড্র করায় কিছুটা অবনতি হচ্ছে ভারতীয় শিবিরে। তাদের জায়গা হচ্ছে ১০৪ থেকে নেমে ১০৭-এ।

বিভিন্ন অঞ্চলে চলমান বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো শেষে আগামি ২৮ অক্টোবর প্রকাশিত হবে নতুন র‌্যাংকিং। সেখানেই র‌্যাংকিংয়ের এ আপডেট যোগ হবে।

উল্লেখ্য, ১৭৫২ পয়েন্ট নিয়ে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়াম। ২৭ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে জায়গা হয়েছে ফ্রান্সের। আর ১৭১৯ পয়েন্ট নিয়ে তিনে জায়গা পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

এরপর চারে ইংল্যান্ড, পাঁচে পর্তুগাল, ছয়ে উরুগুয়ে, সাতে স্পেন, আটে ক্রোয়েশিয়া, নয়ে কলোম্বিয়া এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তারকা মেসির আর্জেন্টিনার জায়গা হয়েছে ১০-এ। 

আই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি