ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

‘স্পাইডার ওম্যান’ ইন্দোনেশিয়ার অ্যারিস সুসান্তি! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ২৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৪:৫০, ২৩ অক্টোবর ২০১৯

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ স্পোর্টস ক্লাইম্বিং (আইএফএসসি) বিশ্বকাপে ইন্দোনেশিয়ার মহিলা ক্লাইম্বার অ্যারিস সুসান্তি রাহায়ু নতুন বিশ্বরেকর্ড করেছেন। ১৫ মিটার দেওয়ালে উঠতে তিনি সময় নিয়েছেন ৬.৯৯৫ সেকেন্ড। প্রথম মহিলা ক্লাইম্বার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন ক্লাইম্বার অ্যারিস।

সম্প্রতি চীনে বসেছিল আইএফএসসি ক্লাইম্বিং বিশ্বকাপের আসর। সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ইন্দোনেশিয়ার ক্লাইম্বার অ্যারিস। লাল রঙের জার্সি ও মাথায় হিজাব পরেই তিনি অংশ নিয়েছিলেন এই খেলায়। ১৫ মিটার উচ্চতার খাড়া দেওয়ালে ওঠার সেই খেলায় তাঁর পারফরম্যান্সে মুগ্ধ সোশ্যাল মিডিয়ার সবাই।

এই প্রতিযোগিতার ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বিদ্যুতের গতিতে তিন তলার চেয়েও বেশি উঁচু সেই দেওয়ালে উঠছেন ক্লাইম্বার অ্যারিস। 

তিনি যখন শেষ স্থানে পৌঁছে যান, তখন অন্য প্রতিযোগীরা ছিল অনেক পেছনে। ক্লাইম্বার অ্যারিসের এই পারফরম্যান্স দেখে সোশ্যাল মিডিয়ার সবাই তাঁকে ‘স্পাইডার ওম্যান’ বলে ডাকা শুরু করে দিয়েছেন।

স্পাইডারম্যান কোন কিছু ছাড়াই বিল্ডিং বেয়ে উপরে উঠে যেতে পারে, কিন্তু অ্যারিস রশির সাহায্য নিয়ে উপরে উঠেছেন।

এএইচ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি