ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাকিবদের যে তিনটি দাবি মেনে নেয়নি বিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ২৪ অক্টোবর ২০১৯ | আপডেট: ০৮:৩২, ২৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ক্রিকেটারদের উত্থাপিত ১৩টি দাবির ১০টি মেনে নিয়েছে বিসিবি। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৯টি ও কোয়াব ১টি দাবি মেনে নিয়েছে। 

বুধবার (২৩ অক্টোবর) রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় বিসিবি কার্যালয়ে তার পাশেই ছিলেন ক্রিকেটারদের প্রতিনিধি সাকিব আল হাসান।

ক্রিকেটারদের দাবিগুলোর মধ্যে প্রথমটি হলো ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কোনও কার্যক্রম না থাকায় বর্তমান কমিটিকে অবিলম্বে বিলুপ্ত করতে হবে। একইসঙ্গে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পদত্যাগ করতে হবে। 

বিসিবি ৯টি দাবি মেনে নেওয়ার পর কোয়াবও তাদের অবস্থান থেকে সরে এসে ক্রিকেটারদের দাবি মেনে নিয়েছে। 
এ প্রসঙ্গে পাপন বলেন, ‘কোয়াব আমাদের অধীনে নেই। তাই এক নম্বর দাবি নিয়ে বিসিবির কিছু করার নেই।’ যদিও সাকিব শুনিয়েছেন আশার কথা, ‘আমরা দুর্জয় (কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয়) ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের সঙ্গে একমত। আমাদের একটা নির্বাচন করতে হবে। জাতীয় লিগের পর ফাঁকা সময়ে আমরা বর্তমান ক্রিকেটারদের নিয়ে নতুনভাবে কমিটি গঠন করবো।’

বিসিবির জন্য প্রযোজ্য ক্রিকেটারদের বাকি ১২টি দাবির মধ্যে ৯টি মেনে নেওয়া হয়েছে। এগুলো হলো:

২. ঢাকা প্রিমিয়ার লিগ আগের মতো আয়োজন করতে হবে। নিজেদের মতো করে আয়োজন করতে হবে।

৩. এ বছর না হলেও পরের বছর থেকে আগের মতো বিপিএল আয়োজন করতে হবে। স্থানীয় ক্রিকেটারদের ভিত্তিমূল্য বাড়াতে হবে।

৪. প্রথম শ্রেণির ম্যাচ ফি ১ লাখ করতে হবে। গোটা বছর কোচ-ফিজিও দিতে হবে। জাতীয় ক্রিকেট লিগে প্রতি বিভাগে অনুশীলনের ব্যবস্থা করতে হবে।

৫. ঘরোয়া ক্রিকেটে ভালো মানের বল দিতে হবে। ডিএ ১৫০০ টাকায় কিছু হয় না; তাই বাড়াতে হবে। ট্রাভেলে বিমানের ব্যবস্থা করতে হবে এবং ভালো মানের হোটেল হতে হবে।

৬. চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ও বেতন বাড়াতে হবে।

৭. দেশি সব স্টাফের বেতন বাড়াতে হবে। কোচ থেকে গ্রাউন্ডস ও আম্পায়ার, সবার বেতন বাড়াতে হবে।

৮. ঘরোয়া ওয়ানডে বাড়াতে হবে। বিপিএলের আগে আরেকটি টি-টোয়েন্টির টুর্নামেন্টের আয়োজন করতে হবে।

৯. ঘরোয়া ক্যালেন্ডার নির্দিষ্ট করতে হবে।

১০. বিপিএলের পাওনা টাকা সময়ের মধ্যে দিতে হবে।

মেনে না নেওয়া ১১ থেকে ১৩ নম্বর পর্যন্ত দাবি তিনটি নিয়ে পরে আলোচনা করা হবে বলে জানান বিসিবি সভাপতি। এগুলো হলো:

১১. ফ্র্যাঞ্চাইজি লিগ দুটোর বেশি খেলা যাবে না, এই নিয়ম তুলে দিতে হবে। সুযোগ থাকলে সবাই খেলবে।

১২. ক্রিকেটের ব্যবস্থাপনায় আমরা স্বচ্ছতা চাই। এর একটা ভাগ আমরা চাই।

১৩. বাংলাদেশের নারী ক্রিকেট দল ভালো করছে। নারীদের ক্ষেত্রেও তাদের ন্যায্য হিসাব দিতে হবে।

বিসিবির সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত করেছেন ক্রিকেটাররা। শনিবার থেকে মাঠে ফিরছেন তারা। আগামী ২৬ অক্টোবর শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড। এর আগের দিন শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত সফরের জন্য জাতীয় দলের ক্যাম্প।

গত ২১ অক্টোবর ১১টি দাবি জানিয়ে ধর্মঘট শুরু করেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর জরুরি বোর্ড সভা ডাকে বিসিবি। কিন্তু তাতে সমাধান হয়নি।

আজ বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবি সভাপতি। এরপর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আগের ১১ দাবির মধ্যে কিছুটা পরিবর্তন এনে আরও দুটি যোগ করেন ক্রিকেটাররা। সবশেষে বিসিবির সঙ্গে তারা বৈঠকে বসলে চলমান সংকটের সমাধান হয়।

এমবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি