ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মেসির ইতিহাস গড়ার রাতে বার্সার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ২৪ অক্টোবর ২০১৯

চেক রিপাবলিকের ক্লাব স্লাভিয়া প্রাগের বিপক্ষে ঠিক সময়ে জ্বলে উঠলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার ঝলকেই চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে মুখোমুখি প্রথম সাক্ষাত হওয়া ম্যাচে প্রাগ জিতে ফিরল বার্সেলোনা। আর ইতিহাস গড়লেন মেসিও।

বুধবার রাতে স্লাভিয়ার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে খেলার ৩ মিনিটেই লিওনেল মেসির গোলে লিড পায় পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সা। আর এই গোল করেই ইতিহাসে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫ মৌসুমে গোল করার কীর্তি এখন তার। সেই ২০০৫/৬ মৌসুম থেকেই টানা গোল করে যাচ্ছেন তারকা ফুটবলার।

এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্লাভিয়া প্রাগ। ম্যাচের ৫৫তম মিনিটে ইয়ান বোরিলের গোলে ১-১ এ সমতা আনে স্বাগতিকরা।

তবে সমতায় ফেরার স্বস্তি স্থায়ী হয়নি স্লাভিয়ার। কারণ এর ২ মিনিট পরই আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে তারা। বাকি সময়ে আর গোল না হলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসিরা।    

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি