ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভারত-বাংলাদেশ ১ম টি-টোয়েন্টি ঘিরে আশঙ্কা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ২৭ অক্টোবর ২০১৯

আগামী ৩ নভেম্বর দিল্লিতে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বায়ুদূষণের জেরে এবার সেই ম্যাচ আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছে। নভেম্বর নাগাদ দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বাড়তে পারে। ফলে কমতে পারে দৃশ্যমানতা। তার উপর বাতাসে দূষিত ধূলিকণার মাত্রা বাড়ার শঙ্কাও থাকছে। এমন পরিবেশে সেখানে ম্যাচ আয়োজন সম্ভব হবে কি না সেটাই দেখার।

জানা গেছে, গত দু-তিন বছর ধরে শীতকাল এলেই বায়ুদূষণে নাকাল হচ্ছে ভারতের রাজধানী দিল্লি। এবার অবশ্য শীত আসার আগেই দিল্লির বাতাসের অবস্থা বেশ উদ্বেগজনক। বায়ুদূষণের জেরে গত বছর দিল্লির দৃশ্যমানতা কমে গিয়েছিল। যার জেরে বাতিল হয় বহু ম্যাচ। এমনকী ফিরোজ শাহ কোটলায় মুখে মাস্ক পরে ম্যাচ খেলতে নেমেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এবারও অবস্থা সে রকমই।

রিপোর্ট বলছে, দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বেড়েছে। দিল্লির বাতাসের AQI-স্তর খুবই উদ্বেগজনক। আগামী এক মাসের মধ্যে অবস্থা ভাল হওয়ার আশা কম। যদিও ডিডিসিএ-র তরফে জানানো হয়েছে, বায়ুদূষণে তাদের নিয়ন্ত্রণ নেই। তবে ম্যাচ আয়োজনের যাবতীয় প্রস্তুতি তারা সেরে ফেলেছে। 

এদিকে, বিসিসিআই আশা করছে, নভেম্বর নাগাদ অবস্থা নিয়ন্ত্রণে চলে আসবে। ভারতীয় বোর্ড-এর তরফে জানানো হয়েছে, বাংলাদেশ দলের সফর সুবিধাজনক করতেই দিল্লিতেই রাখা হয়েছে প্রথম ম্যাচ। সাকিব আল হাসানরা দিল্লিতে এসে প্রথম ম্যাচটি খেলবেন। আর সবশেষে কলকাতায় টেস্ট খেলে রওনা হবেন দেশের উদ্দেশে। মাঝে নাগপুর, রাজকোট ও ইন্দোরে বাকি ম্যাচগুলি খেলবে বাংলাদেশ। এ পুরো কার্যক্রম নাকি রাখা হয়েছে বাংলাদেশ দলের সফর আরামদায়ক করার জন্যই! সূত্র-জিনিউজ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি