ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

সন্ধ্যায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি তেলেঙ্গানু-মোহনবাগান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ২৯ অক্টোবর ২০১৯

শেখ কামাল ক্লাব কাপ আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল আজ মঙ্গলবার। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় তেলেঙ্গানুর বিপক্ষে মাঠে নামবে মোহনবাগান।

নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সিটিকে ৫-৩ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে, পরের দুই ম্যাচে গোকুলঅম কেরেলার সঙ্গে গোলশূন্য ড্র ও বসুন্ধরা কিংসকে ৪-২ গোলে হারিয়ে দাপটের সঙ্গেই সেমিফাইনালে উঠে তেলেঙ্গানু এফসি। সেমিফাইনালেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় তারা।

অপর দিকে, প্রথম ম্যাচে ইয়ং এলিফ্যান্টের কাছে ১-২ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে ভারতের মোহনবাগান। তবে এরপরই ঘুরে দাঁড়ায় তারা। মালদ্বীপের টিসি স্পোর্টসকে ২-০ গোলে ও চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে সেমির টিকিট পায় তারা। এবার ফাইনালে চট্টগ্রামের সঙ্গি হতে চায় ভারতের মোহনবাগান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি