ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাকিবের বিষয়ে কিছুই জানায়নি আইসিসি: পাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ২৯ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৭:৪৩, ২৯ অক্টোবর ২০১৯

পাপন ও সাকিব

পাপন ও সাকিব

সাকিবের নিষেধাজ্ঞার বিষয়ে আইসিসি এখনও কিছু জানায়নি বলেই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। আজ মঙ্গলবার বিকেলে নিজ বাসভবনের সামনে সংবাদকর্মীদের উদ্দেশ্যে এ তথ্য জানান তিনি। 

এদিন নিজ বাসভবন থেকে বিসিবিতে যাওয়ার সময় উপস্থিত মিডিয়াকর্মীদের পাপন বলেন, ‘সাকিবের বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানি না। কিছু না ঘটলে কিভাবে জানাবো আপনাদের? বিসিবিতে যাচ্ছি, সেখানে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করবো।’

জানা গেছে, দুই বছর আগে একটি আন্তর্জাতিক ম্যাচে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউণ্ডার সাকিব আল হাসান। যদিও সেটা প্রত্যাখ্যান করেছিলেন তিনি। কিন্তু এ বিষয়ে কিছুই জানাননি আইসিসি কিংবা বিসিবিকে। যে কারণে তথ্য গোপন করার অপরাধে এখন ১৮ মাসের নিষেধাজ্ঞার খাড়ায় সাকিব। বিষয়টা নাকি আইসিসি আগে থেকেই বিসিবিকে জানিয়েছে বলে খবরে প্রকাশ।

এ নিয়ে আজ (মঙ্গলবার) সকাল থেকে যখন বিষয়টা নিয়ে তোলপাড় অবস্থা, তখন থেকেই বিসিবির আনুষ্ঠানিক বক্তব্য জানার অপেক্ষা সংবাদকর্মীদের। 

তবে দুপুরে মিরপুরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপচারিতায় বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, আইসিসি এখন পর্যন্ত এই ইস্যুতে কিছুই জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। 

দুপুরের দিকে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘আমরাও এটা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছি। বিসিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তারা বলছে, আইসিসির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে যাই হোক- বিষয়টি নিয়ে আমরা আজকের মধ্যেই আইসিসিকে চিঠি দেবো।’

এদিকে, সাকিব আল হাসান ‘তথ্য গোপন’ করেছেন- এই অপরাধে বড় শাস্তির মুখোমুখি। এমনকি খবরে প্রকাশ, তিনি ভুল স্বীকার করে নিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন- এ কারণে শাস্তি নির্ধারণ করা হয়েছে ১৮ মাস। যদিও আনুষ্ঠানিকভাবে আইসিসির পক্ষ থেকে এ ব্যাপারে কোনও কিছুই জানানো হয়নি।

সাকিবের শাস্তি হয়ে গেছে। সাকিব আবেদন করলে, শাস্তি কমানোও হতে পারে। এ সবই বাংলাদেশের মিডিয়ার চর্চিত বিষয়। কিন্তু শেষ পর্যন্ত জানা যাচ্ছে, সাকিব আল হাসানের বিপক্ষে এখনও কোনও অভিযোগই গঠন করেনি আইসিসি।

মঙ্গলবার সন্ধ্যায় আইসিসির বরাত দিয়ে ক্রিকেট সম্পর্কিত জনপ্রিয় অনলাইন ইএসপিএন ক্রিকইনফো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে ফিক্সিং প্রস্তাব পাওয়ার পরও সে বিষয়ে কেন আইসিসিকে জানানো হয়নি- এ বিষয়ে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে আকসু। কিন্তু এখন পর্যন্ত সাকিবের বিপক্ষে কোনও অভিযোগই গঠন করা হয়নি- বলেই জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি