ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সতীর্থ সাকিবকে নিয়ে মুশফিকের আবেগময় বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৫, ২৯ অক্টোবর ২০১৯ | আপডেট: ১০:৫৮, ৩০ অক্টোবর ২০১৯

মুশফিকের সেই স্ট্যাটাস

মুশফিকের সেই স্ট্যাটাস

ভারতে খেলতে যাওয়ার মাত্র ১৬ ঘণ্টা আগেই আইসিসির নিষেধাজ্ঞা পেলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সবধরনের ক্রিকেট থেকে আগামী ১ বছরের জন্য নিষিদ্ধ হন বিশ্ব সেরা অলরাউন্ডার। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছে পুরো দলের ওপর।

বুধবার দুপুরে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারতের উদ্দেশ্যে বিমান ধরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এমন গুরুত্বপূর্ণ সফরের আগে দলের অধিনায়ক, সবচেয়ে সেরা তারকার এমন পরিণতি বাংলাদেশ দলের ভেতরেও নাড়া দিয়েছে প্রবলভাবে। 

এরইমাঝে সাকিবের প্রতি সমর্থন ও সমবেদনা জানিয়েছেন বিসিবিসহ সাংবাদিক, রাজনীতিক থেকে শুরু করে নামী-দামী অসংখ্য ভক্ত সমর্থক। অন্যদের মতই নিজের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে আবেগঘন এক বার্তায় মুশফিক লিখেছেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট...সবমিলিয়ে প্রায় ১৮ বছরের বেশি সময় ধরে একসঙ্গে ক্রিকেট খেলছি। তোকে ছাড়া মাঠে খেলতে হবে, ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে। আশা করছি তুই চ্যাম্পিয়ন ক্রিকেটারের মতোই ফিরবি। তোর সঙ্গে সবসময় আমার সমর্থন আছে। সারা বাংলাদেশ তোর সঙ্গে আছে। শক্ত থাকবি ইনশাআল্লাহ্‌।’

এর আগে শক্ত মানসিকতার পরিচয় দিয়ে স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। যেখানে তিনি লিখেছেন, ‘কিংবদন্তিরা কখনোই রাতারাতি কিংবদন্তি হয়ে যান না। তাদের অনেক কিছুর মধ্য দিয়েই যেতে হয়। কঠিন সময় আসবেই এবং তারা জানে কীভাবে শক্ত থেকে এসবের মোকাবেলা করতে হয়। আমরা জানি সাকিব আল হাসান কতটা শক্ত মনের মানুষ।’

শাকিবের সহধর্মিনী আরও লেখেন, ‘এটা (আইসিসির নিষেধাজ্ঞা) বলা যায় নতুন শুরুর সূচনা। সে নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও শক্তভাবে ফিরে আসবে। ইনজুরির কারণে এর আগেও অনেকবার ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে। আমরা সবাই দেখেছি বিশ্বকাপে সে কী দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আপনাদের সবার সমর্থন ও ভালোবাসায় আমরা আপ্লুত। সকলের এই ঐক্যটা জাতি হিসেবে খুব দরকার আমাদের।’

শুধু মুশফিক, শিশিরই নয়, সাকিবকে সমর্থন ও সমবেদনা জানিয়ে এমন আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নাম না জানা অনেকেই। সবারই চাওয়া- প্রার্থনা একটাই। সাকিব যেন শক্ত থেকে আবারও ফিরে আসুক বীরের বেশেই।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি