ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাকিবের জন্য বিনিদ্র রাত কাটবে আমার: মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ২৯ অক্টোবর ২০১৯ | আপডেট: ০০:১৪, ৩০ অক্টোবর ২০১৯

জুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার পরও তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোর অপরাধে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

তবে নিজের দোষ স্বীকার করায় আইসিসি তার এক বছরের শাস্তি কমিয়ে দিয়েছে। ফলে আগামী একবছর সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকবেন সাকিব আল হাসান।

এমন পরিস্থিতিতে অনেকেই সাকিব আল হাসানের এর জন্য কষ্ট অনুভব করছেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আশা করছেন আগামী বিশ্বকাপ সাকিবের নেতৃত্বেই হবে।

তিনি লেখেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!’

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি