যেসব সিরিজে খেলা হবে না সাকিবের
প্রকাশিত : ০৮:৩০, ৩০ অক্টোবর ২০১৯ | আপডেট: ০৮:৩১, ৩০ অক্টোবর ২০১৯
জুয়াড়িদের প্রস্তাব পাওয়ার পর তা গোপন রাখায় দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ সাকিব আল হাসান। তবে ক্ষমা চাওয়ায় এক বছর নিষিদ্ধ এবং বাকি এক বছর আইসিসির বিভিন্ন সেমিনারে যোগ দিতে হবে বাংলাদেশের টেস্ট ও টি২০ অধিনায়ককে।
নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলে শাস্তি কমতে পারে সাকিবের। তবে আইসিসি মঙ্গলবার যে ই-মেইল পাঠিয়েছে, তাতে সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২০২০ সালের ২৯ অক্টোবর। এই এক বছর কোনো ধরনের ক্রিকেটেই অংশ নিতে পারবেন না তিনি।
নভেম্বর-ভারত সিরিজ
প্রথমবারের মতো ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ দল। কিন্তু নিষেধাজ্ঞার কারণে এই সিরিজে নেই টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে তিনটি টি২০ ও দুটি টেস্ট খেলবে টাইগাররা।
ডিসেম্বর- বঙ্গবন্ধু বিপিএল
বিসিবির উদ্যোগে ডিসেম্বরে হওয়ার কথা বঙ্গবন্ধু বিপিএল। কিন্তু নিষেধাজ্ঞার কারণে এই আসরে খেলতে পারছেন না সাকিব।
জানুয়ারি ও ফেব্রুয়ারি ২০২০ (পাকিস্তান সিরিজ)
২০০৮ সালের এশিয়া কাপের পর আবারও পাকিস্তান সফর করার কথা বাংলাদেশের। ২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে দ্বিপক্ষীয় এই সিরিজেও থাকছেন না সাকিব।
মার্চ ও এপ্রিল- জিম্বাবুয়ে সিরিজ
২০২০ সালের মার্চ ও এপ্রিলে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠেয় সিরিজেও থাকছেন না সাকিব।
এপ্রিল- আইপিএল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদে গত মৌসুমে খেলেছিলেন সাকিব। ২০২০ সালের এপ্রিলে অনুষ্ঠেয় আইপিএলের পরের আসরে খেলা হচ্ছে না তার।
মে ও জুন- আয়ারল্যান্ড সিরিজ
২০২০ সালের মে মাসে আয়ারল্যান্ডে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ।জুন-জুলাই- অস্ট্রেলিয়া সিরিজ :২০২০ সালের জুন-জুলাই বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার।
অক্টোবর- টি২০ বিশ্বকাপ
২০২০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ।
এমবি/