ঢাকা, বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের হৃদয় ভেঙে শিরোপা নিয়ে গেল তেরেঙ্গানু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ১ নভেম্বর ২০১৯

দুই গোলে পিছিয়ে পড়ার পর একটি শোধ করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত তেরেঙ্গানু এফসির কাছে হেরেছে চট্টগ্রাম আবাহনী। আর শিরোপা ফিরে পাওয়ার স্বপ্নও তাই অপূর্ণই থেকে গেল বন্দরনগরীর দলটির।

অন্যদিকে, দেশের বাইরে প্রথম কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে এসেই বাজিমাত করল মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি।

বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতল অতিথিরা।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচের ১৫তম মিনিটে লি টাকের কর্নারে হেডে গোল করেন হাকিম বিন আমাত। পাঁচ মিনিট পরেই আবারও গোল করে ব্যবধান বাড়ান মোহদ আলিয়াস।

শিরোপার লড়াইয়ে প্রথমার্ধে দুই গোল হজম করে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে চট্টগ্রামের ক্লাবটি। তবে ব্যবধান কমিয়ে রোমাঞ্চ ছড়াতে পেরেছে মাত্র। চট্টগ্রামের হয়ে একমাত্র গোলটি করেন লুকার। শেষ পর্যন্ত অতিথিদের কাছে হেরে টুর্নামেন্টে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো চট্টগ্রাম আবাহনীকে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি