ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে সালমারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ২ নভেম্বর ২০১৯

টি-টোয়েন্টিতে ভাল করতে না পারলেও জয়ের আশা নিয়েই পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে সফরকারী বাংলাদেশি মেয়েরা।

আজ শনিবার (২ নভেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামছে তারা। বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে স্বাগতিক পাকিস্তানি মেয়েদের কাছে তিন টি-টোয়েন্টি ম্যাচে লজ্জাজনকভাবে হেরে যায় বাংলাদেশি নারীরা। ফলে অনেকটা ব্যাকফুটে থেকে মাঠে নামতে হচ্ছে তাদের।

অপরদিকে, সংক্ষিপ্ত পরিসরের ম্যাচে জয়ে ফুরফুরে পাকিস্তানি মেয়েরা চাইবে ৫০ ওভারের ম্যাচেও নিজেদের আধিপত্য ধরে রাখতে। তবে, টি-টোয়েন্টিতে সুবিধা করতে না পারলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় রুমানারা। তাইতো জয়ের লক্ষ্যে মাঠে নামবেন তারা।

সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে আগামী ৪ নভেম্বর। 

বাংলাদেশ নারী ওয়ানডে দল :

রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়শা রহমান, নিগার সুলতানা জোতি (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, লতা মন্ডল, পান্না ঘোষ, ইক্কা মল্লিক, সালমা খাতুন, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা সুপ্তা ও সানজিদা আক্তার।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি