ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বক্সিংয়ের রিং কাঁপিয়ে এবার গানের মঞ্চে মেরি কম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বক্সিংয়ে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম। ভারতের সবচেয়ে সফল এই মহিলা বক্সার মা হওয়ার পরেও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এবার মেরি কমকে দেখা গেল গানের মঞ্চে। রীতিমতো দর্শকদের মাতিয়েছেনও তিনি। আবার সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে যায়।

২ নভেম্বর শনিবার নয়াদিল্লিতে ‘ইয়ং লিডার কানেক্ট’ অনুষ্ঠানের সপ্তম সংস্করণ ছিল। এখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। সেই অনুষ্ঠানেই আমেরিকান রক ব্যান্ড ‘ফোর নন-ব্লন্ডিজ’-এর ‘হোয়াটস আপ’ গানটি গেয়েছেন মেরি কম। 

মেরি কমের গানটি শুনে শ্রোতারা মুগ্ধ হয়েছেন। আর সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে একটি নিউজ পোর্টাল। তা থেকেই ভাইরাল হয় ভিডিওটি।

মেরি কমের পুরো নাম মাংতে চুংনেইজাং মেরি কম। তিনি পাঁচবারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন এবং ছয়টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী একমাত্র মহিলা বক্সার। তিনিই একমাত্র ভারতীয় মহিলা বক্সার, যিনি ২০১২ লন্ডন অলিম্পিকসে ৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান। আর ওই অলিম্পিকসে তিনি একটি ব্রোঞ্জ পদক জয় করেছিলেন।

উত্তর ভারতের গ্রামীণ মণিপুরের চুরচাঁদপুর জেলার মৈরাং লামখাই, কঙ্গাথী গ্রামে জন্মগ্রহণ করেন মেরি কম। তিনি একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। পিতামাতাকে চাষবাসের কাজে সাহায্য করার পর স্কুলে যেতেন। আর সেখানেই অ্যাথলেটিক্স শিখতেন, পরে যোগ দেন বক্সিংয়ে। মেরি কমের বাবা ছিলেন একজন কুস্তিগীর।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি