ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিপিএলের ৭ম আসর শুরু হবে ৮ ডিসেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ৪ নভেম্বর ২০১৯

বিপিএল-২০১৯

বিপিএল-২০১৯

Ekushey Television Ltd.

অবশেষে দুদিন পিছিয়ে আগামী ৮ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। হোম অফ ক্রিকেট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আসরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিসিবির পক্ষ থেকে এর আগে অবশ্য বলা হচ্ছিল, বিপিএল শুরু হবে ৬ ডিসেম্বর। তবে দুইদিন পিছিয়েই চূড়ান্ত করা হল বহু প্রতীক্ষিত এবারের বিপিএল আসরের। 

জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর নামে আয়োজন করা হচ্ছে এবারের বিপিএল আসরটি। এছাড়া ব্যাপক পরিবর্তন নিয়ে মাঠে গড়াবে এবারের আসর। কেননা, এবারে থাকছে না ফ্রাঞ্চাইজি সিস্টেম। তাই দল গঠন থেকে শুরু করে সবকিছু পরিচালনা করবে বিসিবি।

জানা গেছে, বিপিএলের এবারের আসরটির আয়োজন এবং দল ব্যবস্থাপনা করবে স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তাই আসরে অংশ নেয়া ৭টি দলের জন্য প্রয়োজন হবে সাতটি স্পন্সর পার্টনার। আর দলগুলোর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হবে বিসিবির সাতজন পরিচালককে। তাদের পরিচালনাতেই খেলবে দলগুলো।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি