ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বদলে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ৫ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৫:১৯, ৫ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গত কয়েক বছরে বাংলাদেশ পৃথিবীর সবক’টি বড় দলকে দাপটের সঙ্গে পরাজিত করেছে। দেশের ক্রিকেট অনেক উন্নতি করেছে, সর্বত্রই এমন প্রশংসা শোনা যায়। আন্তজার্তিক মানদণ্ডে তারকা, এমন একাধিক ক্রিকেটার আছেন বাংলাদেশ দলে। সবই ক্রিকেটের জন্য ইতিবাচক ও উন্নতির প্রমাণ।

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলে টাইগারদের মাঠের সময়টা দুর্দান্ত কাটছে। গত রোববার মাইলস্টোন ম্যাচে ভারতকে হারিয়ে ইতিহাস লিখল বাংলাদেশ। সাকিব-তামিমের মতো তারকা ক্রিকেটার ছাড়াই তারুণ্য নির্ভর দলের বিপক্ষে ঘরের মাঠে পাত্তা পায়নি ভারত। আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে জয়ের লক্ষে মাঠে নামবে মাহমুদুল্লাহরা।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে আট ম্যাচ পর বাংলাদেশের প্রথম জয়ের একদিন পরই গতকাল সোমবার পাকিস্তানের মাটিতেও ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দলও। কেননা, এর আগে পাকিস্তানে গিয়ে কখনওই পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। সেই বন্ধ্যাত্ব ঘুচিয়ে ইতিহাস গড়লেন রুমানা আহমেদ, ফরজানা হকরা। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চ শেষে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

তবে শুধু ভারত-পাকিস্তানের মাটিতে গড়া ইতিহাসই নয়, গত কয়েক বছর ধরে বাংলাদেশ খুব ভালো খেলছে বলে মত ক্রিকেটবোদ্ধাদের। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং- সবগুলো বিভাগেই এগিয়েছে টাইগাররা।

ভারতের স্ট্যান্ড-ইন অধিনায়ক রোহিত শর্মা বলেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশ খুব ভালো খেলছে। ওরা এখন অনেক বদলে গেছে। আমরা দেখেছি, ওরা কেবল নিজেদের দেশেই নয়, যখন বাইরে খেলতে গেছে, তখনও ভাল পারফর্ম করেছে, বিশেষ করে আমাদের বিপক্ষে। ওরা সব সময় আমাদের চাপে ফেলে দেয়।

রোহিত শর্মা মনে করেন, নিজেদের যোগ্যতা দিয়েই জিতেছে বাংলাদেশ। বলেন, ওদের দলে এখন অনেক পরিণত ক্রিকেটার, লম্বা সময় ধরে খেলছে।

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ে বড় অবদান রাখেন মুশফিকুর রহিম। তার ৪৩ বলের অপরাজিত ৬০ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।

ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্রর শেহবাগ বলেন, মুশফিকুর রহিমের খেলা দেখে আমার মহেন্দ্র সিং ধোনির কথা মনে হয়েছে। ঠাণ্ডা মাথায় কি চমৎকার ফিনিশিং।

গত সেপ্টেম্বরে ঘরের মাঠে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় আমিনুল ইসলাম বিপ্লবের। এই তারকার মূল পরিচয় লেগস্পিনার হলেও ব্যাটিংটাও ভালো করেন। দলের প্রয়োজনে ব্যাটিং প্রতিভারও স্ফূরণ ঘটাতে চান তিনি। সব মিলিয়ে রঙিন স্বপ্নের কথা জানিয়েছেন উদীয়মান তারকা লেগস্পিনার।

বিপ্লব বলেন, প্রথম ম্যাচটি আমরা জিতেছি। এখন আমাদের লক্ষ্য আরও উন্নতি করা। ভারত অনেক বড় দল। আমাদের আত্মবিশ্বাসের জন্য তাদের বিপক্ষে জেতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি যখন যে জায়গাই যার বিপক্ষে খেলি, চেষ্টা করি নিজের সেরাটা দেয়ার।

দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনও এসেছে টাইগারদের। ক্রিকেট বিশ্বে টাইগারদের ভাবমূর্তি হোক আরও উজ্জ্বল। এমনটিই প্রত্যাশা দেশের কোটি ক্রিকেটপ্রেমীর।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি