ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যোগ করা সময়ের গোলে সাম্পদোরিয়ার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ৫ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৬:০৪, ৫ নভেম্বর ২০১৯

সিরি আ ফুটবলে জয় পেয়েছে সাম্পদোরিয়া। সোমবার রাতে এসপিএএলকে ১-০ গোলে হারিয়েছে তারা।

লিগ টেবিলের তলানির দুই দলের লড়াইটা মূলত অবনমনের হাত থেকে রক্ষা পাওয়ার। এই জয়ে সাম্পদোরিয়া ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার নিচ থেকে ১৮ নম্বরে উঠে এসেছে। আর এসপিএল সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৯ নম্বর থেকে ২০ নম্বরে নেমে গেছে।

যদিও দুই দলই এখনও অবনমন শংকা এড়াতে পারেনি। এস্তাদিও পাওলো মাজজায় সমমানের দুই দলেল লড়াইয়ে যোগ করা সময়ে একমাত্র গোলটি করে ব্যবধান গড়ে দেন সাম্পদোরিয়ার কাপরারি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি