ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘরের মাঠে পয়েন্ট হারাল বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ৬ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত রাউন্ডে স্লাভিয়া প্রাগের মাঠে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে জিতেছিল বার্সেলোনা। তবে এবার ভাগ্যের ছোঁয়া পেল না প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে ‘এফ’ গ্রুপে চতুর্থ রাউন্ডের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এতে ঘরের মাঠে পয়েন্ট হারাল কাতালান ক্লাবটি।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচে একাধিক সুযোগ পেলেও গোল মিস করেছেন দলের প্রধান তারকা মেসিসহ ফরোয়ার্ডরা। এছাড়া স্লাভিয়ার গোলরক্ষক অন্দ্রে কোলারের দুর্ভেদ্য দেয়াল ভেদ করতে পারলেন না বার্সার আক্রমণভাগ।

শুরুতে অবশ্য মেলে ধরতে পারেনি ভালভার্দের শিষ্যরা। এতে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল।

চার ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুশিয়া ডর্টমুন্ড। ৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে ইন্টার। আর চতুর্থ স্থানে থাকা স্লাভিয়া প্রাগের পয়েন্ট ২।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি