ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টানা তৃতীয় জয় লিভারপুলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ৬ নভেম্বর ২০১৯

গেঙ্কের মাঠ থেকে প্রথম লেগে ৫-১ গোলের বড় জয় নিয়ে ফিরেছিল লিভারপুল। আর ফিরতি লেগে কষ্টার্জিত হলেও প্রত্যাশিত জয় পেয়েছে ইউরোপ সেরারা।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপের ম্যাচে বেলজিয়ামের দলটির বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। আর এ জয়ে নিজেদের গ্রুপে শীর্ষে উঠে গেল অলরেডরা।

অ্যানফিল্ডে ম্যাচের ১৪তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে দলকে এগিয়ে নেন জর্জিনিয়ো ভিনালডাম। এরপর ম্যাচের ৪০তম মিনিটে লিভারপুল সমর্থকদের স্তব্ধ করে গেঙ্ককে সমতায় ফেরান সামাটা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩তম মিনিটে মো. সালাহ থেকে বল পেয়ে দলকে এগিয়ে নেন অক্সলেইড চেম্বারলেইন। ম্যাচের বাকি সময়ে স্কোরলাইনে কোনও পরিবর্তন হয়নি। ফলে টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

এ জয়ে চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। মাত্র ১ পয়েন্ট নিয়ে শেষ অবস্থানে আছে গেঙ্ক।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি