ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাকিবের বিষয়ে বিসিবির করণীয় কিছুই নেই: পাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ৬ নভেম্বর ২০১৯

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা কমানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড’র (বিসিবি) করণীয় কিছুই নেই। এমনটি জানিয়েছেন বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সাকিব নিজে উদ্যোগ নিলে বিসিবি তাকে সহযোগিতা করবে বলে উল্লেখ করেছেন তিনি।

বুধবার বিকেলে মিরপুরে এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান নাজমুল হাসান পাপন।

সাকিবের শাস্তি কমানোর বিষয়ে আইনি পরামর্শ নেবে বিসিবি এমন সংবাদ আগে প্রচার হয়েছিল। সে সময় বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনই জানিয়েছিলেন, সাকিবের ইস্যুতে বোর্ডের করণীয় খুব সীমিত হলেও, যথাসম্ভব চেষ্টা করবেন তারা। 

তবে সাকিবের ভক্তরা মনে করছেন, গেল মাসে খেলোয়াড়দের অধিকার নিয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। এ কারনেই সাকিব বিসিবি’র সহযোগিতা পাচ্ছেন না। সাকিবকে উচিৎ শিক্ষা দিতেই আইসিসিকে দিয়ে তাকে এত বড় শাস্তির (এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ) জন্য কাজ করেছেন পাপন।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি