ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ৭ নভেম্বর ২০১৯

ভারতীয় দল

ভারতীয় দল

Ekushey Television Ltd.

ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে কেটে গেছে শঙ্কার মেঘ। রাজকোটে যথা সময়েই গড়াচ্ছে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। প্রথমটিতে বাংলাদেশের কাছে নাজেহাল হয়ে ভারত এখন সিরিজ হারের শঙ্কায়। তাইতো দ্বিতীয় ম্যাচে যে কোনওভাবে পরাজয় এড়াতে মরিয়া টিম ইন্ডিয়া একদশে আনছে দুই পরিবর্তন।

দূষণ-কাণ্ডে আলোচিত দিল্লির উইকেট স্পিন সহায়ক থাকলেও পেসাররাও ভালো সুবিধা পেয়েছে সেখানে। তবে রাজকোটের পিচ হতে পারে ব্যাটিং বান্ধব। আর তেমনটা হলে বোলিংয়ে রদবদল আনতে পারে অল ব্লুজ টিম ম্যানেজমেন্ট।

আজ সন্ধ্যার ম্যাচে বাংলাদেশের কাছে আরেকটি পরাজয় এড়াতে একাদশে দুটি পরিবর্তন আনতে যাচ্ছে ভারত। অনভিজ্ঞ অলরাউন্ডার শিবম দুবের পরিবর্তে আজ খেলতে পারেন সঞ্জু স্যামসন। আর আগের ম্যাচে অনিয়ন্ত্রিত বোলিং করা বাঁহাতি পেসার খলিল আহমেদের পরিবর্তে দলে ঢুকতে পারেন ডানহাতি পেসার শার্দুল ঠাকুর।

রাজকোটের এ ম্যাচে ভারতের প্রথম ও একমাত্র চাওয়া হচ্ছে জয়। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে নামবে রোহিতের দল। তবে তাদের বিন্দুমাত্র ছাড় দেবেন না মাহমুদউল্লাহরা। 

এখন স্বাগতিকরা কামব্যাক করেন, নাকি সফরকারীরা সিরিজ জিতে ইতিহাস গড়েন-সেটাই দেখার অপেক্ষা। যথারীতি সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।

ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে/সঞ্জু স্যামসন, ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দুল ঠাকুর/খলিল আহমেদ ও যুজবেন্দ্র চাহাল।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি