ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৯, ৭ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৯:১৬, ৭ নভেম্বর ২০১৯

টস জিতে ফিল্ডিংয়ে ভারত

টস জিতে ফিল্ডিংয়ে ভারত

Ekushey Television Ltd.

ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। ভারতের মাটিতে ভারতীয় দলকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরতে চায় টাইগাররা! রাজকোটে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় এ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত।

এদিকে ভারতের কাছে আজ যে মরণ-বাঁচন ম্যাচ তা আর নতুন করে বলে দিতে হয় না। জেতার জন্য মরিয়া হয়ে রয়েছে রোহিত শর্মার দল। অন্যদিকে, ভাঙাচোরা দল নিয়ে এসেও প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল। 

বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ভারতীয় দল জেতার জন্য মরিয়া হয়ে রয়েছে জানি। তবে আমরাও জিততে কোনও চেষ্টা বাদ রাখব না। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজকের ম্যাচ ঘিরে উত্তেজনায় ফুটছেন ক্রিকেটপ্রেমীরা।

প্রথম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশকে জয়ের রাস্তা দেখিয়েছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের অধিনায়ক ইঙ্গিত দিয়ে রেখেছেন দ্বিতীয় ম্যাচে দলে পরিবর্তনের সম্ভাবনা কম। অর্থাৎ, উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না তারা।

অন্যদিকে, ভারতীয় দলে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেলেও শেষ পর্যন্ত অপরিবর্তনিয় দল নিয়েই মাঠে নামছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এ ম্যাচে তিনি যে জয়ের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন তা বলাবাহুল্য। 

বাংলাদেশের একাদশ: 
লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম।

ভারতের একাদশ: 
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ট (উইকেটকিপার), শিভম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি