ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওমানে বাংলাদেশের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ৮ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৪:১৮, ৮ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুণ করেছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামার আগে জয় পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

বৃহস্পতিবার প্রীতি ম্যাচে ওমানি লিগের মাসকট ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে সফরকারীরা।

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে ১৪ নভেম্বর ওমানের মুখোমুখি হবে জামাল ভূইয়ার দল।

ওমানি লিগে গত মৌসুমে ১৪ দলের মধ্যে নবম হওয়া মাসকটের বিপক্ষে ১২ মিনিটে নাবীর নেওয়াজ জীবনের গোলে লিড পায় বাংলাদেশ।

এর পাঁচ মিনিট পরে পেনাল্টি থেকে সমতায় ফিরে স্বাগতিকরা। ২৮ মিনিটে মিডফিল্ডারা বিপলু আহমেদের গোলে আবারও এগিয়ে যায় অতিথিরা। ৬৫ মিনিটে তৃতীয় গোলটি করেন তৌহিদুল আসল সবুজ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি