ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দাপুটে জয় ম্যানইউর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ৮ নভেম্বর ২০১৯ | আপডেট: ১২:১৯, ৮ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইউরোপা লিগের ‘এল’ গ্রুপের ম্যাচে প্রথম লেগে পার্টিজেন বেলগ্রেডকে ১-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড৷ এবার ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচেও পার্টিজেনকে উড়িয়ে দিল রেড ডেভিলরা৷

বৃহস্পতিবার রাতে পার্টিজেন বেলগ্রেডকে ৩-০ গোলে হারিয়েছে ওলে গুনার সুলশারের শিষ্যরা। এ জয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ইংলিশরা।

ওল্ড ট্রাফোর্ডে শুরু থেকেই দাপটের সঙ্গে লড়তে থাকে ম্যানইউ। প্রথমার্ধেই ২-০তে লিড পায় দলটি। নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের ২১তম মিনিটে শুরুটা করেন গ্রিনওড। এরপর ৩৩তম মিনিটে ব্যবধান বাড়ান মার্টিয়াল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি ধরে রাখে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যানইউর হয়ে তৃতীয় গোলটি করেন রাশফোড।

পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে পার্টিজান বেলগ্রেড। তবে শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি অতিথিরা। ফলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

একে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি