ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোহিতকে বোল্ড করলেন শফিউল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ১০ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৯:৫০, ১০ নভেম্বর ২০১৯

শফিউলের বলে বোল্ড হয়ে গেলেন রোহিত

শফিউলের বলে বোল্ড হয়ে গেলেন রোহিত

Ekushey Television Ltd.

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ভরতের মুখোমুখি বাংলাদেশ। যেখানে ব্যাট করতে নেমে শুরুতেই দলের মূল স্তম্ভকে হারায় ভারত। শফিউলের বলে বোল্ড হয়ে ফেরেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। ফলে মাত্র ৩ রানেই উইকেট হারিয়ে চাপে স্বাগতিকরা। আজ নাগপুরে সিরিজ নিষ্পত্তির এ ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৫ রান। ক্রিজে থাকা ওপেনার শিখর ধাওয়ান ১১ রানে এবং লোকেশ রাহুল ১২ রানে অপরাজিত। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আল-আমিনের প্রথম ওভারেই অস্বস্তিতে ভোগে ভারত। মাত্র তিন রান তুলতে পারে রোহিত-শিখর। পরের ওভারেও যে চাপ অব্যাহত রাখেন শফিউল। যার পরিপ্রেক্ষিতে চতুর্থ বলেই বোল্ড হয়ে ফেরেন ৬ বল থেকে ২ রান করতে সমর্থ হওয়া আগের ম্যাচের নায়ক রোহিত। আর মেডেন উইকেট-ওভার উপহার দেন শফিউল।  

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ ম্যাচে যারা জিতবে সিরিজ যাবে তাদেরই ঘরে।  অঘোষিত ফাইনাল। ভারত-বাংলাদেশ দুই দলই আজ সিরিজ দখলের লড়াইয়ে। কিন্তু পরিসংখ্যান বলছে, নাগপুরের এই মাঠে ভারতের জয়ের রেকর্ড খুব একটা ভাল নয়। 

তাইতো ভারতের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি দেখছে বাংলাদেশ। এমন ম্যাচে টাইগাররা যে মরণ কামড় দেবে তা বলাবাহুল্য। তবে ঘরের মাঠে সিরিজ জয়ের সুযোগ এত সহজে ছাড়তে চাইবেন না ক্যাপ্টেন রোহিত শর্মা। তার উপর বিরাট কোহলির অনুপস্থিতিতে দল পরিচালনার দায়িত্ব রয়েছে তার কাঁধে। তিনি সেই দায়িত্ব সর্বোতভাবে পালনের চেষ্টা করবেন। 

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ ম্যাচে যারা জিতবে সিরিজ যাবে তাদেরই ঘরে।  অঘোষিত ফাইনাল। ভারত-বাংলাদেশ দুই দলই আজ সিরিজ দখলের লড়াইয়ে। কিন্তু পরিসংখ্যান বলছে, নাগপুরের এই মাঠে ভারতের জয়ের রেকর্ড খুব একটা ভাল নয়। 

তাইতো ভারতের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি দেখছে বাংলাদেশ। এমন ম্যাচে টাইগাররা যে মরণ কামড় দেবে তা বলাবাহুল্য। তবে ঘরের মাঠে সিরিজ জয়ের সুযোগ এত সহজে ছাড়তে চাইবেন না ক্যাপ্টেন রোহিত শর্মা। তার উপর বিরাট কোহলির অনুপস্থিতিতে দল পরিচালনার দায়িত্ব রয়েছে তার কাঁধে। তিনি সেই দায়িত্ব সর্বোতভাবে পালনের চেষ্টা করবেন। 

তবে বাংলাদেশকে ভালো খবর দিচ্ছে নাগপুরের উইকেট। রাজকোটের ব্যাটিংবান্ধব উইকেটে সুবিধা করতে পারেননি বাংলাদেশি বোলাররা। আবার ব্যাটসম্যানরাও পারেনি প্রয়োজনীয় রান তুলতে। যাতে হারতে হয়েছে বড় ব্যবধানে। তবে খুশির খবর হচ্ছে, নাগপুরের উইকেট ততটা ব্যাটিং সহায়ক নয়, অনেকটা দিল্লির মতই স্লো।

তিন মাস আগেই নাকি নতুন মাটি ফেলা হয়েছে নাগপুরের এ উইকেটে। এসব ক্ষেত্রে বল ঠিকভাবে ব্যাটে আসে না, আসে থেমে থেমে। এমন মন্থর উইকেটেই তো অভ্যস্ত বাংলাদেশি ব্যাটসম্যান- বোলাররা। যেখানে স্ট্রোকের ফুলঝুড়ি ছুটিয়ে রানের বন্যা বইয়ে দেয়াটা নিতান্ত কঠিন।

অন্যদিকে রাজকোটের উইকেটে যেখানে ১৮৫ রানকে চ্যালেঞ্জিং স্কোর বলা হচ্ছিল। সেখানে নাগপুরের উইকেটে ১৫৫ রানকেই বলা হচ্ছে চ্যালেঞ্জিং। দেখা যাক, দিল্লির মত এবার নাগপুরের সুবিধাটা কাজে লাগাতে পারেন কিনা বাংলাদেশ। 

বাংলাদেশ দল:
লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মাদ মিথুন, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আমিনুল ইসলাম এবং শফিউল ইসলাম।

ভারত দল:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মানিশ পাণ্ডে, ঋষভ পান্ট, শুভম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দিপক চাহার, খলিল আহমেদ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি