ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার শিখরকে ফেরালেন সেই শফিউল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ১০ নভেম্বর ২০১৯ | আপডেট: ২০:১৯, ১০ নভেম্বর ২০১৯

শফিউলের বলে ক্যাচ দিয়ে ফিরছেন শিখর ধাওয়ান

শফিউলের বলে ক্যাচ দিয়ে ফিরছেন শিখর ধাওয়ান

Ekushey Television Ltd.

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ভরতের মুখোমুখি বাংলাদেশ। যেখানে ব্যাট করতে নেমে শুরুতেই দলের দুই ওপেনারকে হারায় ভারত। শফিউলের বলে প্রথমে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা বোল্ড হয়ে ফেরার পর রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শিখরও। ফলে ৩৫ রানেই ২ উইকেট হারিয়ে চাপে স্বাগতিকরা। আজ নাগপুরে সিরিজ নিষ্পত্তির এ ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৭১ রান। ক্রিজে আছেন লোকেশ রাহুল ৪১ রানে এবং শ্রেয়াস আয়ার ৮ রানে।  

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আল-আমিনের প্রথম ওভারেই অস্বস্তিতে ভোগে ভারত। মাত্র তিন রান তুলতে পারে রোহিত-শিখর। পরের ওভারেও যে চাপ অব্যাহত রাখেন শফিউল। যার পরিপ্রেক্ষিতে চতুর্থ বলেই বোল্ড হয়ে ফেরেন ৬ বল থেকে ২ রান করতে সমর্থ হওয়া আগের ম্যাচের নায়ক রোহিত। আর মেডেন উইকেট-ওভার উপহার দেন শফিউল। 

এরপর নিজের তৃতীয় ওভারে এসে শিখরকেও ফেরান শফিউল। ফেরার আগে ১৬ বলে চার বাউন্ডারিতে ১৯ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। অবশ্য এরপরেই আরেকটি উইকেট পেতে পারতেন এই টাইগার পেসার। তবে পয়েন্টে ওঠা আয়ারের সহজ সে ক্যাচ রাখতে পারেননি আমিনুল বিপ্লব। যাতে হতাশ হতে হয় গোটা বাংলাদেশকে। 

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ ম্যাচে যারা জিতবে সিরিজ যাবে তাদেরই ঘরে। অঘোষিত ফাইনাল। ভারত-বাংলাদেশ দুই দলই আজ সিরিজ দখলের লড়াইয়ে। কিন্তু পরিসংখ্যান বলছে, নাগপুরের এই মাঠে ভারতের জয়ের রেকর্ড খুব একটা ভাল নয়। 

তাইতো ভারতের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি দেখছে বাংলাদেশ। এমন ম্যাচে টাইগাররা যে মরণ কামড় দেবে তা বলাবাহুল্য। তবে ঘরের মাঠে সিরিজ জয়ের সুযোগ এত সহজে ছাড়তে চাইবেন না ক্যাপ্টেন রোহিত শর্মা। তার উপর বিরাট কোহলির অনুপস্থিতিতে দল পরিচালনার দায়িত্ব রয়েছে তার কাঁধে। তিনি সেই দায়িত্ব সর্বোতভাবে পালনের চেষ্টা করবেন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি