ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আবারও জুভেন্টাসের নায়ক দিবালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ১১ নভেম্বর ২০১৯ | আপডেট: ১০:১২, ১১ নভেম্বর ২০১৯

চ্যাম্পিয়ন্স লিগে গত ২২ অক্টোবর লোকোমোতিভ মস্কোর বিপক্ষে জুভেন্টাসের ম্যাচটির স্মৃতি এখনও তরতাজা। রাশিয়ার ক্লাবটির বিপক্ষে পিছিয়ে পড়ার পর পাওলো দিবালার দুই মিনিটে করা দুই গোলে জয় পেয়েছিল তুরিনের বুড়িরা। এবার সেরি আয় গুরুত্বপূর্ণ ম্যাচে দলের নায়ক হলেন এই আর্জেন্টাইন তারকা।

রোববার রাতে লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে গত আটবারের চ্যাম্পিয়নরা। দিবালার একমাত্র গোলে এসি মিলানকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে জুভরা। এতে চলতি আসরে এখনও অপরাজিত রয়েছে তুরিনের ক্লাবটি।

অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে দুই শক্তিশালীর লড়াইয়ে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনও দলই। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে একরকম আচমকাই দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলে কোচ নামান পাওলো দিবালাকে। বদলি নেমে ম্যাচের পার্থক্য গড়ে দেন জুভেন্টাসের ফরোয়ার্ড। খেলার ৭৭তম মিনিটে গোল করেন তরকা ফুটবলার।

শেষ মুহূর্তে দুই দলই বেশ কিছু সুযোগ নষ্ট করে। এতে ন্যূনতম ব্যবধানে জিতে যায় স্বাগতিকরা। 

এ জয়ে ১২ ম্যাচ শেষে ১০ জয় ও দুটিতে ড্র করে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে রয়েছে জুভরা। এক পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে ইন্টার মিলান। আর ১৩ পয়েন্টে এসি মিলান টেবিলের ১৪ নম্বরে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি