ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ১৪ নভেম্বর ২০১৯ | আপডেট: ০৯:৫০, ১৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।বৃহস্পতিবার ভারতের হলকার ক্রিকেট স্টেডিয়াম ইনডোরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক।

এ ম্যাচের মধ্যদিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করল টাইগাররা। অর্থাৎ, টেস্ট ক্রিকেটের নতুন এই ধারায় বাংলাদেশ একবারেই ‘নবীন’। অন্যদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর এখন পর্যন্ত সিরিজ হারের মুখ দেখেনি র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা ভারত। ফলে বিরাট কোহলিদের ‘অদম্য’ দলটির বিপক্ষে কঠিন পরীক্ষার মুখেই পড়তে হচ্ছে মুমিনুল হকের দলকে।

ঘরের মাটিতে সবশেষ ৩২ টেস্টের ২৬টিতেই জয় পেয়েছে কোহলিরা। শক্তিমত্তা ও সামগ্রিক দিক বিবেচনায় টাইগারদের থেকে এগিয়ে ভারত। 

অন্যদিকে, সাকিব-তামিমকে ছাড়া তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়েই মাঠে নামছে মোমিনুলরা।
ক্রিকেটের এ ভার্সনে সাম্প্রতিক পারফরমেন্সে বাংলাদেশের অবস্থা খুব একটা ভাল নয়। চলতি বছর ৩টি টেস্ট খেলেছে টাইগাররা। যেখানে তিনটিতেই হেরেছে তারা। সবচেয়ে হতাশার ছিল ঘরের মাটিতে আফগানদের কাছে লজ্জানক হার। ফলে, স্বাগতিকদের বিপক্ষে চ্যালেঞ্জটা যে একটু বেশি তা নিঃসন্দেহে বলা যায়। 

এদিকে, সাকিবের নিষেধাজ্ঞার পর নতুন অধিনায়ক হয়েছেন মুমিনুল হক। কোহলির দলের বিপক্ষে সাফল্য পেতে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের নিয়ে সাফল্য পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলপতি। টেস্টে দু’দল এর আগে ৯ বারের মোকাবেলায় ৭টি ম্যাচেই জয় পেয়েছে ভারত। অন্য দুইটি ম্যাচ ড্র হয়েছে।

এ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্টে মুখোমুখি হবে দু’দল। কলকাতার ইডেন গার্ডেনসে আগামী ২২ নভেম্বর শুরু হবে ঐতিহাসিক ম্যাচটি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি