ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নতুন অধ্যায়ে যাত্রা শুরু বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ১৪ নভেম্বর ২০১৯

ঐতিহাসিক টেস্ট সিরিজে স্বাগতিক ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এ ম্যাচের মধ্যদিয়ে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করলো টাইগাররা। 

টেস্ট ক্রিকেটের নতুন অধ্যায়ে ইতিমধ্যে সাতটি দল অন্তত দুটি করে ম্যাচ খেললেও এই ধারায় একবারেই ‘নবীন’ বাংলাদেশ। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান এখনো কোনো ম্যাচ খেলেনি। 

টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৫ ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে কোহলিরা। তাদের ধারে কাছে নেই কেউ। পাকিস্তানের যাত্রা শুরু হবে ২১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

চলতি বছর ১ আগস্ট অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে শুরু হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। নয়টি দেশের মধ্যে দুই বছর ধরে অনুষ্ঠিত হবে সাদা পোশাকের লিগ পদ্ধতির লড়াই। হোম-অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচগুলো হবে। 

প্রতি ম্যাচেই থাকবে নির্ধারিত পয়েন্ট। ২০২১ সালের জুলাইয়ে লিগ টেবিলের শীর্ষ দু’দল খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ওয়েস্ট ইন্ডিজ দুটি ও দক্ষিণ আফ্রিকা তিনটি ম্যাচ খেললেও তারা এখনও কোনো পয়েন্ট পায়নি।

ভারতের বিপক্ষে নামার আগে কোনো প্রস্তুতি ম্যাচই খেলার সুযোগ পাইনি বাংলাদেশ। তিন ম্যাচের টি ২০ সিরিজ শেষ হওয়ার পর মাত্র তিনদিন অনুশীলনের সুযোগ পেয়েছে সফরকারীরা। এরই মধ্যে বড় পরীক্ষায় নামতে হচ্ছে টাইগারদের। 

এরপর কলকাতায় দ্বিতীয় টেস্ট হবে আবার গোলাপি বলে। দু’দলই এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলবে।

ঘরের মাটিতে সবশেষ ৩২ টেস্টের ২৬টিতেই জয় পেয়েছে কোহলিরা। শক্তিমত্তা ও সামগ্রিক দিক বিবেচনায় এ সিরিজে টাইগারদের থেকে এগিয়ে ভারত। 

অন্যদিকে, সাকিব-তামিমকে ছাড়া তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়েই মাঠে নেমেছে মুমিনুলরা। ক্রিকেটের এ ভার্সনে সাম্প্রতিক পারফরমেন্সে টাইগারদের অবস্থা খুব একটা আশা জাগানিয়া নয়। চলতি বছর ৩টি টেস্ট খেলেছে তারা। যেখানে তিনটিতেই হেরেছে মুশফিকরা। 

সবচেয়ে হতাশার ছিল ঘরের মাটিতে আফগানদের কাছে লজ্জানক হার। ফলে, স্বাগতিকদের বিপক্ষে এ সিরিজে চ্যালেঞ্জটা যে একটু বেশি তা নিঃসন্দেহে বলা যায়। 

ক্রিকেটের এ লংগার ভার্সনে দু’দলের ৯ বারের দেখায় ৭টি ম্যাচেই জয় পেয়েছে স্বাগতিক ভারত। অন্য দুটি ম্যাচ ড্র হয়েছে।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি