ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ১৫ নভেম্বর ২০১৯

ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে আজ শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে খেলা।

দেড়শ’ রানে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যাওয়ার পর ১ উইকেট হারিয়ে ৮৬ রান তুলে প্রথম দিন শেষে করেছে ভারত। আগারওয়াল ৩৭ এবং পুজারা ৪৩ রানে অপরাজিত আছেন।

শক্তিশালী ভারতীয় বোলিং লাইন আপের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আর ইশান্ত, উমেশ যাদব, শামিদের সুইং বিষে বাংলাদেশের টপ অর্ডারের বিপর্যয় নামে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ রান আসে মুশফিকুরে ব্যাট থেকে। অধিনায়ক মুমিনুল করেন ৩৭ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। আবু জায়েদের বলে রোহিত শর্মা আউট হন ৬ রানে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি