ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ওমরাহ করতে গেলেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ১৫ নভেম্বর ২০১৯

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গিয়েছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার মধ্যরাতে ফ্লাইটে করে দেশ ত্যাগ করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

ক্রিকেটার, কোচিং স্টাফ, ক্রিকেটের অতিথিদের স্বাগত জানানো ও বিদায়ী অভ্যর্থনা জানাতে বোর্ডের পক্ষ থেকে উপস্থিত থাকেন ওয়াসিম খান। রাতে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে সাকিবের সঙ্গে একটি ছবি আপলোড করেন।

যেখানে তিনি লিখেন, ওমরাহ পালন করতে জেদ্দার উদ্দেশে রওনা হচ্ছে সাকিব আল হাসান। তার জন্য আমার দোয়া রইলো।

সবকিছু ঠিকঠাক থাকলে ওমরাহ পালন করে দেশেই ফিরবেন সাকিব।

প্রসঙ্গত, ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা চেপে রাখার দায়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যে কারণে চলমান ভারত সফরে নেই তিনি। ভারতীয় জুয়াড়ির কাছ থেকেই তিন তিনবার সাকিব ওই প্রস্তাব পান বলেই জানা গেছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি