ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হাজারতম ম্যাচে ইংল্যান্ডের গোল উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ১৫ নভেম্বর ২০১৯

বিশ্বের প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের এক হাজারতম ম্যাচ খেলতে নেমেছিল ইংল্যান্ড। মাইলফলক ছোঁয়ার ম্যাচে মন্টেনিগ্রোকে নিয়ে ছেলেখেলা করল ইংলিশরা। মন্টেনেগ্রোর জালে গোল উৎসব করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে গ্যারেথ সাউথগেটের দল।

বৃহস্পতিবার দিনগত রাতে ঘরের মাটি ওয়েম্বলিতে বাছাইপর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে ৭-০ গোলে জিতেছে ইংল্যান্ড। ম্যাচে দারুণ এক হ্যাটট্রিকে রাঙালেন হ্যারি কেইন।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের ১১ মিনিট পর থেকেই গোল উৎসব শুরু করে ইংলিশরা। শুরুটা করেন লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্স অক্সালেড-চেম্বারলেইন।

বাঁ দিক থেকে বেন চিলওয়েলের দারুণ ক্রস ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন। এর সাত মিনিট পর চিলওয়েলের ফ্রি-কিকে গোলমুখে বল পেয়ে হেডে ঠিকানা খুঁজে নেন কেইন।

ম্যাচের ২৪তম মিনিটে আবারও জাল খুঁজে নেন কেইন। এরপর ম্যাচের ৩০তম মিনিটে কাছ থেকে স্কোরলাইন ৪-০ করেন মার্কাস র‌্যাশফোর্ড।

আর ম্যাচের ৩৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন কেইন। ডান দিক থেকে দলের কনিষ্টতম (১৯ বছর বয়সী) জেডন স্যানচোর ক্রসে প্রতিপক্ষের গায়ে লেগে গোলমুখে বল পেয়ে যান তিনি। প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বুদ্ধিদীপ্ত কোনাকুনি শটে স্কোরলাইন ৫-০ করেন রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী।

বিরতির পর ম্যাচের ৬৬তম মিনিটে ইংল্যান্ডের আরেকটি আক্রমণ রুখতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন ডিফেন্ডার আলেকসান্দার। আর ম্যাচের ৮৪তম মিনিটে বলকান রাষ্ট্রটির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন চেলসির তরুণ ফরোয়ার্ড ট্যামি আব্রাহাম।

এ জয়ে সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড।

প্রসঙ্গত, ১০০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করতে ইংল্যান্ডের লেগেছে ১৪৭ বছর। এর আগে খেলা ৯৯৯টি ম্যাচের মধ্যে ৫৬৮টি ম্যাচে জয় পেয়েছে তারা। তবে বিশ্বকাপ জিতেছে মাত্র ১টি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি