ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ওমানের মাঠে হারল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ১৫ নভেম্বর ২০১৯

বিশ্বকাপ বাছাই পর্বে ‘ই’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে ওমানের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ওমানের সুলতান কাবুস স্টেডিয়ামের ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। শুরুতে ওমানের সঙ্গে সমান তালে লড়ে লাল-সবুজরা। তবে দুর্বল ফিনিশিংয়ে প্রথমার্ধে গোল পায়নি কোনও দল।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ওমান। আক্রমণে কোনঠাসা করে রাখে বাংলাদেশের রক্ষণভাগকে। মুহুর্মুহু আক্রমণে বাংলাদেশ ৪৮, ৬৮ ও ৭৮ মিনিটে গোল খেয়ে ৩-০ তে পিছিয়ে পড়ে।

ম্যাচের ৮১তম মিনিটে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন বিপলু আহমেদ। আর শেষ দিকে আরেকটি গোল খেয়ে বড় হার নিয়ে মাঠ ছাড়ে জেমি ডে’র শিষ্যরা।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি