ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

লড়াই চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ১৬ নভেম্বর ২০১৯

তৃতীয় দিনের প্রথম সেশনটা ছিল এক কথায় এলোমেলো। পুরোনো বাংলাদেশের চিত্রই ফুটে উঠেছিল। তবে দ্বিতীয় ইনিংসটা ভালোই কেটেছে সফরকারীদের। চা বিরতির আগে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করেছে তারা।

এর আগে ইন্দোর টেস্টে ভারত ৬ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। ফলে ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ।

লড়াই চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। হাফসেঞ্চুরি করা এই ব্যাটসম্যানকে সঙ্গ দিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় দিনের চা বিরতির সময় মুশফিক অপরাজিত ৫৩ রানে, আর মিরাজের ব্যাট থেকে এসেছে হার না মানা ৩৮ রানের ইনিংস।

এদিকে ব্যক্তিগত ৪ রানে ‘জীবন’ পাওয়া মুশফিকুর রহিম সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন। টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফসেঞ্চুরি পূরণ করেছেন তিনি।

১০১ বলে ফিফটি পূরণ করেন মুশফিক। মাইলফলকটি স্পর্শ করতে মেরেছেন ৬ বাউন্ডারি।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি