ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেলারুশকে উড়িয়ে ইউরোর মূল পর্বে জার্মানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ১৭ নভেম্বর ২০১৯ | আপডেট: ১১:১১, ১৭ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইউরো বাছাই পর্বের ম্যাচে দারুণ জয় পেয়েছে জার্মানি। বেলারুশকে বড় ব্যবধানে হারিয়ে ২০২০ সালের ইউরোর মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে তারা।

শনিবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে বেলারুশকে ৪-০ গোলে হারায় জার্মানি। নিজেদের মাঠে খেলতে নেমে প্রথমার্ধের শেষ দিকে মাথিয়াস গিনটারের গোলে এগিয়ে যায় জার্মানি।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৯তম মিনিটে লিওনের গোলে ব্যবধান দিগুণ করে স্বাগতিকরা। ছয় মিনিট পর টনি ক্রুস গোল করলে বেলারুশ পিছিয়ে পড়ে ৩-০ ব্যবধানে।

এরপর ম্যাচের ৮৩তম মিনিটে টনি ক্রুস আরও একটি গোল করে। এতে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

এ জয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি। আর ১৬ পয়েন্টে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। নর্দান আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করে মূল পর্বে উঠেছে নেদারল্যান্ডসও।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি