ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সহজ জয়ে ইউরোর মূল পর্বে ফ্রান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ১৮ নভেম্বর ২০১৯

ইউরো বাছাইপর্বে গ্রিজমানের অলরাউন্ড নৈপূণ্যে আলবেনিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে ফ্রান্স। এই জয়ে গ্রুপসেরা হয়ে মূল পর্বে উঠেছে তারা।

রোববার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতে ইউরোর গত আসরের রানার্সআপরা। ফ্রান্সের কোচ হিসেবে দেশমের ১০০তম ম্যাচ ছিল এটি।

বিরতির আগেই দুই গোল করে ম্যাচে নিয়ন্ত্রণে নেয় ফরাসিরা। ম্যাচের ৮ মিনিটে গ্রিজমানের ফ্রি-কিক থেকে দারুণ গোলে দলকে এগিয়ে নেন তোলিসো। এরপর ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তারকা স্ট্রাইকার গ্রিজমান।

এ জয়ে ১০ ম্যাচ খেলে ৮ জয়, ১ ড্র ও ১টিতে হেরেছে দিদিয়ে দেশমের দল।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি