ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

মেসি জাদুতে হার এড়াল আর্জেন্টেনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ১৯ নভেম্বর ২০১৯

তিনদিন আগে ব্রাজিলের বিপক্ষে একমাত্র গোলে দলকে জেতালেও এবার আর জেতাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে হারের লজ্জা থেকে বাঁচিয়েছেন দেশকে।

সোমবার রাতে আর্ন্তজাতিক প্রীদি ম্যাচে উরুগয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

তেল আবিবের ব্রুমফিল্ড স্টেডিয়ামে প্রথমার্ধে কাভানির গোলে ১-০ তে এগিয়ে যায় উরুগুয়ে। আগুয়েরোর গোলে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা আনে আর্জেন্টিনা।

এরপর লুইস সুয়ারেজের গোলে ২-১ এ লিড পায় উরুগুয়ে। কিন্তু যোগকরা সময়ে পেনাল্টি থেকে গোল করে দলকে রক্ষা করেন মেসি। এতে সমতা নিয়ে মাঠে ছাড়ে দুই দল।

আর এই নিয়ে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত দুই ম্যাচেই মেসি জাদু ম্যাচের ফল নির্ণায়ক হয়ে দাঁড়াল।

একে// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি