ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সৌরভের সভাপত্বিতে ক্যারিবীয়দের বিরুদ্ধে ভারতের দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ২২ নভেম্বর ২০১৯

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত৷ বৃহস্পতিবার কলকাতায় টিম হোটেলেই ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বোর্ড কর্তাদের পাশে নিয়ে ক্যারিবিয়ান সিরিজের দল বেছে নেয় এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি৷ সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসার পর নিজের শহরে প্রথমবার ভারতীয় দল নির্বাচন করলেন জাতীয় নির্বাচকরা৷

ক্যারিবীয়দের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি টি-২০ এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে কোহলিরা৷ আগামী ৬ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ৷

টি-২০ সিরিজের দল

বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা (ভাইস-ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্ত (উইকেটকিপার), শিভম দুবে, ওয়াশিংটন সুন্দুর, রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার৷

ওয়ান ডে সিরিজের দল

বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা (ভাইস-ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্ত (উইকেটকিপার), শিভম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার৷

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি