ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইমার্জিং কাপ ফাইনাল: শুরুতেই বাংলাদেশের আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ২৩ নভেম্বর ২০১৯

বহুল প্রতীক্ষিত ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। 

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

ফিল্ডিংয়ে নেমে পাকিস্তান শিবিরে শুরুতেই আঘাত হেনেছেন পেসার সুমন খান। তার দাপুটে বোলিংয়ে সাজ ঘরে ফিরেছেন পাকিস্তানের দুই ওপেনার উমায়র ইউসুফ (৪) ও হায়দার আলী (২৬)।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৪৫ রান। ক্রিজে উইকেটরক্ষক ব্যাটসম্যান রোহাইল নাজির ১০ ও ইমরান রফিক ২ রান নিয়ে ব্যাট করছেন। 

ঘরের মাঠে এর আগে একবার খেলার সুযোগ পেলেও ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। এই প্রথম এসিসি ইমার্জিং কাপের ফাইনালে ওঠা বাংলাদেশ শিরোপা থেকে মাত্র এক জয় দূরে।

ইমার্জিং এশিয়া কাপের চলতি আসরে এখনও অপরাজিত বাংলাদেশ দল। গত বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ইমার্জিং কাপের ফাইনালে ওঠে স্বাগতিকরা।

এর আগে পরপর দু’বার সেমিফাইনালে শ্রীলংকার কাছে হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি