ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্চারের কাছে ক্ষমা চাইলো নিউজিল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২৬ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ম্যাচ চলাকালীন ইংলিশ গতি তারকা জোফরা আর্চারকে স্বাগতিক নিউজিল্যান্ডের দর্শক গ্যালারি থেকে বর্ণবাদি মন্তব্য করার ঘটনায় ক্ষমা চেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ইংলিশ পেসার অভিযোগ তোলার সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে দ্বিধা করেনি কিউইরা।

ওভালে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে (সোমবার) ম্যাচ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামেন আর্চার। এসময় তাকে লক্ষ্য করে এক কিউই সমর্থক ‘বর্ণবাদী’ বলে মন্তব্য করে কৃষ্ণাঙ্গ আর্চারকে। 

তবু, দলের জন্য লড়ে যান তিনি। দলকে ইনিংস হার থেকে রক্ষা করতে না পারলেও, শেষ উইকেটে স্যাম কুরানের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে ক্যারিয়ার সেরা ৩০ রান করেন এ ইংলিশ পেসার। 

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ নিয়ে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন আর্চার। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ক্ষমা চায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। 

আর্চার লিখেন, আজ (ম্যাচের পঞ্চম দিন, ২৫ নভেম্বর) বর্ণবাদী কিছু মন্তব্যে খুব বিরক্ত হয়েছি। এ সময় দলকে বাঁচাতে আমি মাঠে ব্যাট হাতে লড়ছিলাম। মাঠে দর্শকের উপস্থিতি দারুণ ছিল, শুধু ওই লোকটা ছাড়া। বার্মিআর্মিরা বরাবরের মতোই আমাদের পাশে ছিল।’

তার টুইটারের পরপরই তা নজরে আসে কিউইদের। পরে বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে দুঃপ্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, ‘নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে যে বা যারা আর্চারকে কটুক্তিমূলক (বর্ণবাদী) মন্তব্য করেছে, সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কোনোভাবেই এমন কর্মকাণ্ডের সমর্থন করে না। আর্চারের কাছে বোর্ডের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হচ্ছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘পরবর্তী ম্যাচে যেন এরকম অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এ জন্য অপরাধীকে আমরা আইনের আওতায় আনবো। প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হবো।’ 

গতকাল সোমবার শেষ দিনে কিউই পেসারদের তাণ্ডবে দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেনি ইংলিশরা। হেরেছে ইনিংস ও ৬৫ রানের ব্যবধানে। এতে ১-০ তে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। নেইল ওয়াগনারের বিধ্বংসী বোলিংয়ে ১৯৭ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। 

এর আগে ইংলিশদের প্রথম ইনিংসে করা ৩৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্রেডলি জন ওয়াটলিং-এর ডাবল সেঞ্চুরি (২০৫) ও মিসেল স্যান্টনারের সেঞ্চুরিতে (১২৬) ৬১৫ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। 

পাহাড়সম রানের চাপাায় পড়ে নেইল ওয়াগনারের পেসের তোপে ১৯৭ রানেই গুটিয়ে যায় জ্যো রুটের দল। ফলে বড় ব্যবধানে জয় পায়  কেন উইলিয়ামসনরা। 

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামী ২৮ নভেম্বর হ্যামিল্টনে মুখোমুখি হবে দু’দল। 

এআই/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি