ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৫, ২৭ নভেম্বর ২০১৯

‘নিয়মিত খেলাধুলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় গোপালনগর ফুটবল একাদশ বনাম বালিনা ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটে খেলায় গোল না হওয়ায় আলো সল্পাতার কারণে টসের মাধ্যমে গোপালনগর ফুটবল একাদশকে বিজয়ী ঘোষণা করা হয়।

নাল্লা যুব সমাজ কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের।

এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভিন, আওয়ামী লীগ নেতা হাজী জসিম উদ্দিন চেয়ারম্যান, আনিসুর রহমান রিপন চেয়ারম্যান, আ. সালাম চেয়ারম্যান, জেলা মৎসজীবী লীগের সভাপতি শাহ আলম ঠিকাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. মনিরুল ইসলাম চৌধূরী, মল্লিকা গ্রুপের চেয়ারম্যান আবু সোহেব বাপ্পি, কুমিল্লা দ. জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি