ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে জিততে দিল না পিএসজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ২৭ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইউরোপ সেরার লড়াইয়ে গত সেপ্টেম্বরে পিএসজির মাঠে ৩-০ গোলে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ফিরতি লড়াইয়েও জয়ের দেখা পেল না স্প্যানিশ জায়ান্টরা। তবে নকআউট পর্বের টিকেট নিশ্চিত হয়ে গেছে রেকর্ড চ্যাম্পিয়নদের।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ‘এ’ গ্রুপের হাইভোল্টোজ ম্যাচটি ২-২ ড্র হয়েছে। এতে গ্রুপ সেরা হয়ে নক-আউট পর্বে উঠেছে ফরাসিরা। তবে শেষ ষোলতে ওঠতে পেরেছে লস ব্ল্যাঙ্কোসরাও।

সান্তিয়াগো বার্নাব্যুতে করিম বেনজেমার জোড়া গোলের পর ব্যবধান কমান কিলিয়ান এমবাপে। খানিক পরই সমতা টানেন পাবলো সারাবিয়া।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে প্যারিসের দলটির পয়েন্ট ১৩। আর দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ রিয়াল।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি