ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে খেলছেন না গেইল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ২৭ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ক্রিস গেইল ভারত সফরে আসছেন না। আগামী ৬ ডিসেম্বর থেকে ভারতে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। যেখানে দুই দল তিনটি করে টি২০ ও ওডিআই খেলবে। ওয়েস্ট ইন্ডিজের একদিনের দলে রাখা হয়েছিল ক্রিস গেইলকে। কিন্তু তিনি একদিনের ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেন।

এনডিটিভি জানায়, তাঁকে টি২০ দলে রাখা হয়নি যদিও তাঁর লক্ষ্য টি২০ বিশ্বকাপ খেলা। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ আমাকে একদিনের ম্যাচ খেলতে ডেকেছিল কিন্তু আমিই খেলব না।’ 

ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, ‘ওরা চায় আমি জুনিয়রদের সঙ্গে খেলি কিন্তু এই বছরের জন্য আমি ব্রেক নিতে চাই।’ এই মুহূর্তে তিনি দক্ষিণ আফ্রিকায় এমএসএল খেলছিলেন।

গেইল অস্ট্রেলিয়ায় আসন্ন বিগ ব্যাশ লিগেও খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি বিগ ব্যাশ লিগেও যাচ্ছি না। আমি জানি না সামনে কী ক্রিকেট রয়েছে। আমি এটাও জানি না আমার নাম বিপিএল-এ (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) কী করে এল, কিন্তু আমার নাম কোনও একটি দলে রয়েছে কিভাবে সেটা হল আমি জানি না।’

৪০ বছরের ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার গতবারের চ্যাম্পিয়ন জোজি স্টার্সের হয়ে এ বার খুব খারাপ ফর্মে রয়েছেন তিনি। ছয় ম্যাচে ১০১ করতে পেরেছেন তিনি। 

তিনি তাঁর সমালোচকদেরও একহাত নিয়েছেন, ‘যেই দু'তিনটে ম্যাচে খেলতে পারল না তখনই ক্রিস গেইল দলের বোঝা হয়ে গেল। আমি শুধু এই দলের কথা বলছি না। আমি এটা দীর্ঘদিন ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গিয়ে দেখছি।’

তিনি আরও বলেন, ‘এটা এমন একটা বিষয় যে একজন বিশেষ ব্যাক্তিই দলের বোঝা। এর পর অসম্মানিত হতে হয়।  মানুষ মনে রাখে না আপনি কী করেছেন তাদের জন্য। আমি সম্মান পাই না।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি